Sunday, November 17, 2024
HomeUncategorizedWater Pump Installation Cost

Water Pump Installation Cost

টিউবওয়েলের সাথে ওয়াটার পাম্প স্থাপন খরচ (Water Pump Installation Cost)

আমরা শুধু ওয়াটার পাম্প স্থাপনের সম্ভাব্য ব্যায়ের ধারণা দিবো। গ্রামে বেশিরভাগ ওয়াটার স্থাপন করা হয় নলকূবের সাথে। এছাড়াও অনেকে ২ ইঞ্চি অথবা ১.৫ ইঞ্চি বোরিংয়ের ভিতর ১ ইঞ্চি কলাম পাইপ দিয়ে ওয়াটার পাম্প স্থাপন করে। একটি ওয়াটার পাম্প স্থাপন করতে যে সকল পার্টস লাগে তার মূল্য সহ লিস্ট নিচে দেয়া হলো।

১। পাম্প ১ HP (জেট পাম্প )-১টি= ৫৫০০ টাকা।
২। ১.৫” বোরিং ১০০ ফিট = ২০০০ টাকা । (মিস্ত্রি খরচ )
৩। ১.৫” প্লাষ্টিক পাইপ ৫ টি = ২০০০ টাকা ( প্রতি পিচ ৪০০ টাকা )
৪। ১.৫” ফিল্টার ২ টি = ৮০০ টাকা ( প্রতি পিচ ৪০০ টাকা )
৫। ১” সাকশন কলাম পাইপ ৩০ ফুট = ১০৫০ টাকা। ( ১০ ফুটের দাম ৩৫০ টাকা )
৬। ১” চেক ভাল্ব ১ টি = ২০০ টাকা।
৭। ৩ ফুট শর্ট পাইপ = ১০৫ টাকা।
৮। ইন ক্যাপ : ১০০ টাকা।
৯। এলবো ১” ১টি =৬৫ টাকা
১০। ১” T সকেট = ৬৫ টাকা।
১১। ইউনিয়ন সকেট = ১২০ টাকা।
১২। আঠা =৫০ টাকা।
১৩। থ্রেড টেপ ২ টি = ৪০ টাকা।
১৩। বালি = ৫০০ টাকা।

মোট = ১২৫৯৫ টাকা।

আশা করি আপনারা ওয়াটার পাম্প স্থাপন সম্পর্কে এবং এর খরচ সম্পর্কে খুব ভালো ধারণা পেয়েছেন। সাবমার্সিবল পাম্প স্থাপন সম্পর্কে আমার অন্য একটি পোস্ট এ দেয়া আছে, প্রয়োজন হলে দেখে নিতে পারেন।

Topic of the post is Water Pump Installation Cost.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments