Pump Head

What is the pump head? How many types of pump heads and what are they?

পাম্পের হেড কি? পাম্পের হেড কত প্রকার এবং কি কি?

পাম্পের হেড বলতে বুঝায়, পাম্প যে দুরুত্ব থেকে পানি উত্তোলন করে এবং পাম্প থেকে যে দুরুত্বে পানি সরবরাহ করা হয়, এই দুরুত্বকেই পাম্পের হেড বলে।
পাম্পের হেড ৩ প্রকার।
১। সাকশন হেড
২। ডেলিভারি হেড
৩। টোটাল অর্থাৎ মোট হেড

Pump Head
Pump Head

১। সাকশন হেড: যে দুরুত্ব থেকে পাম্প পানি বা তরল উত্তোলন করে, এই দুরুত্বকেই পাম্পের সাকশন হেড বলে। পাম্পের সাকশন হেড আবার ২ প্রকার। যেমন: ক) পজেটিভ সাকশন  খ) নেগেটিভ সাকশন ।

  • পজেটিভ সাকশন হেড: পাম্প থেকে পানি বা তরল এর উৎস যদি উপরের দিকে হয় অথবা আমরা এভাবে বলতে পারি যে, পাম্প পানি বা তরল থেকে নিচে অবস্থান করে, এরকম হেডকে পজেটিভ সাকশন হেড বলে। পজেটিভ সাকশন হেড থাকা অবস্থায় পাম্পের পানি ডেলিভারি অধিক বেশি হয়ে থাকে।
  • নেগেটিভ সাকশন হেড: পাম্প থেকে পানি বা তরল এর উৎস যদি নিচের দিকে হয় অথবা পাম্প, পানি বা তরল থেকে উপরের দিকে অবস্থান করে, এরকম হেডকে নেগেটিভ সাকশন হেড বলে। নেগেটিভ সাকশন হেড থাকা অবস্থায় পাম্পের পানি ডেলিভারি কম হয়ে থাকে।

২। ডেলিভারি হেড: পাম্পথেকে যে দুরুত্বের উচ্চতায় পানি ডেলিভারি করা হয়, এই দুরুত্বকে পাম্পের ডেলিভারি হেড বলে। পাম্পের ইম্পেলার সংখ্যা ও হর্সপাওয়ার এর উপর ভিত্তি করে ডেলিভারি হেড কম বা বেশি হয়ে থাকে।

৩। টোটাল অর্থাৎ মোট হেড: পাম্পের সাকশন হেড ও ডেলিভারি হেডের মোট যোগফলকেই পাম্পের মোট হেড বা টোটাল হেড বলে।

প্রিয় দর্শক, আপনারা যদি একটি পাম্পের হেড সম্পর্কে ভালোভাবে জানতে পারেন এবং এই বিষয়ে ভালো বুঝতে পারেন তাহলে আপনি আপনার বাসার জন্য ও জমিতে সেচের জন্য সঠিক পাম্পটি নির্বাচন করতে পারবেন। পাম্প ক্রয় করার পূর্বে পাম্পের হেড সম্পর্কে জানতে হবে এবং আপনার বোরিংয়ের ওয়াটার লেভেল সম্পর্কে জানতে হবে। প্রত্যেকটি পাম্পের গায়ে ও ক্যাটালগ এ পাম্পের ২ টি হেড দেয়া থাকে এবং সেই অনুযায়ী সর্বোচ্চ ও সর্বনিম্ন পানির প্রেসার দেয়া থাকে। একটা কথা সবসময় মনে রাখবেন যে, আপনার প্রয়োজনীয় টোটাল হেডের থেকে বেশি হেডের পাম্প ক্রয় করতে হয়। সেক্ষেত্রে পানির লস হবে না।

ধন্যবাদ।