Water Pump Questions And Answers

Water Pump Questions And Answers

All Water Pump Job Questions And Answers
Water Pump Questions And Answers

আমরা রাইতা টেক ব্লগ সাইট এ প্রতিনিয়ত ওয়াটার পাম্প সম্পর্কে যাবতীয় তথ্য প্রদান করে থাকি। ওয়াটার পাম্প সম্পর্কে কিছু সেরা প্রশ্ন এবং উত্তর নিচে প্রদান করা হল। দিনদিন বাংলাদেশে ওয়াটার পাম্পের কোম্পানি বৃদ্ধি হচ্ছে। এই জন্য দক্ষ জনবলের প্রয়োজন। প্রতিনিয়ত ওয়াটার পাম্প কোম্পানিগুলো নিয়োগ দিচ্ছে। তাই ওয়াটার পাম্পের ভালো কোম্পনিতে জব করতে হলে, আপনাকে অবশ্যই ওয়াটার পাম্প সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। এছাড়াও ইলেকট্রিকাল সম্পর্কিত জবের ক্ষেত্রে ওয়াটার পাম্প সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।এখানে পাম্পের যে, কিছু সেরা প্রশ্ন এবং উত্তর দেয়া আছে, এগুলো ভালোভাবে জানলে আপনার জব পাওয়ার সম্ভাবনা ভালো থাকবে।

১। পাম্প কাকে বলে ? পাম্প প্রধানতঃ কত প্রকার ?
উত্তর: পাম্প একটি মেশিন যা বৈদ্যতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে তরল পদার্থ এক জায়গা থেকে অন্য জায়গায় স্তানান্তর করে। পাম্প প্রধানতঃ ২ প্রকার। ১। সেন্ট্রিফিউগাল পাম্প ২। রেসিপ্রোকেটিং পাম্প।

২। মোটরের কুলিং ফ্যান এর কাজ কি ?
উত্তর: মোটরকে ঠান্ডা রাখে।

৩। ১ হর্স পাওয়ার সমান কত ওয়াট ?
উত্তর: ৭৪৬ ওয়াট ।

৪। একটি ৫ হর্স পাওয়ার পাম্পে ঘন্টায় কত ইউনিট বিদ্যুৎ খরচ হয় ?
উত্তর: ৪ ইউনিট ।

৫। ট্রান্সফরমার এর কাজ কি ?
উত্তর: অল্প ভোল্টেজকে বেশি ভোল্টেজে এবং বেশি ভোল্টেজকে অল্প ভোল্টেজে রূপান্তর করে।

৬। ১ মিটার সমান কত ফুট ?
উত্তর: ৩.২৮ ফুট।

৭। ১ কিউসেক সমান কত লিটার পানি ?
উত্তর: কিউসেক (Cusec) হল প্রবাহের হারের একটি পরিমাপ। ১কিউসেক হল প্রতি সেকেন্ডে এক ঘনফুট পানির প্রবাহ । তাহলে আমরা বলতে পারি, এক কিউসেক সমান ২৮. ৩২ লিটার/সেকেন্ড।

৮। পাওয়ার ফ্যাক্টর কত প্রকার ?
উত্তর: ৩ প্রকার

৯। একটি ১ হর্সপাওয়ার পাম্প ঘন্টায় কত ইউনিট বিদ্যুৎ খরচ হয় ?
উত্তর: ঘন্টায় ০.৭৫ ইউনিট

১০। ক্যাপাসিটর এর কাজ কি?
উত্তর: বৈদ্যুতিক চার্জ সঞ্চয় করে রাখা।

১১। ফ্লোট সুইস এর কাজ কি?
উত্তর: স্বয়ংক্রিয় পদ্ধতিতে মোটর চালু অথবা বন্ধ করা।

১২। ফ্লোট সুইচ কোন পাম্পে ব্যবহৃত হয় ?
উত্তর: ড্রেনেজ পাম্পে

১৩। ফ্লোট সুইচ পাম্প এর ব্যবহার করা হয় কেন ?
উত্তর: ড্রেনেজ পাম্প যেন ড্রাই অবস্থায় না চলে, এই জন্যই ফ্লোট সুইচ ব্যবহার করা হয়। পাম্পের অবস্থান থেকে নির্দিষ্ট পরিমান পানি কমে গেলে ফ্লোট সুইচ পাম্প বন্ধ করে দেয়।

১৪। R P M এর পূর্ণরূপ কি?
উত্তর: Rotation Per Minuets (রেভোলুশনস পার মিনিট)

১৫। ইলেক্ট্রিক মোটরের ক্লাচ এর কাজ কি?
উত্তর: মোটরকে স্টার্ট করতে সাহায্য করে অর্থাৎ মোটরের স্টার্টিং টর্ক তৈরিতে সহায়তা করা।

১৬। প্রাইমিং কি?
উত্তর: পাম্পকে বায়ুশূন্য করা।

১৭। পাম্প কিভাবে প্রাইমিং করা যায় ?
উত্তর: পাম্প কয়েক ভাবে প্রাইমিং করা যায়, এর মধ্যে অন্যতম হচ্ছে পাম্পের প্রাইমিং নাট খুলে পর্যাপ্ত পানি প্রবেশ করানো। পানি ভর্তি হয়ে গেলে প্রাইমিং নাট ভালোভাবে সেট করতে হবে।

১৮। থার্মাল প্রটেক্টর এর কাজ কি ?
উত্তর: মোটর ওভার হিট হলে ফেজ কানেকশন বন্ধ করে ।

১৯। একটি ১ হর্স পাওয়ার সারফেস পাম্প কত তাপমাত্রার থার্মাল প্রটেক্টর থাকে?
উত্তর: ১৪০ ডিগ্রি তাপমাত্রার।

২০। প্রাইমিং নাট কোথায় থাকে ?
উত্তর: পাম্প বডির সাথে ।

২১। ওয়াটার লেভেল কি ?
উত্তর: বোরিং এর উপরের অংশ থেকে বোরিংয়ের ভিতর প্রথমে যে পানি স্পর্শ করা যায় এই দুরত্ব কে ওয়াটার লেভেল বলে অর্থাৎ বোরিংয়ের ভিতর পানি ছাড়া মোট ফাঁকা জায়গার দূরত্ব কে ওয়াটার লেভেল বলে।

২২। পাম্প সিলেকশন করার পূর্বে কোন বিষয়টি জানা বেশি গুরুত্বপূর্ণ?
উত্তর: ওয়াটার লেভেল, ব্যবহারের ধরণ এবং পানির চাহিদা সম্পর্কে জানা।

২৩। সারফেস পাম্পের কোথায় থার্মাল প্রটেক্টর থাকে ?
উত্তর: কয়েল এর সাথে, যেখানে বিদ্যুতের ফেজ কানেকশন।

২৪। সাবমারসিবল পাম্পের মডেলের শেষের এই (৬/১৬) সংখ্যা দ্বারা কি বুঝায় ?
উত্তর: প্রতি ঘন্টায় ৬ হাজার লিটার পানি এবং ইম্পেলার সংখ্যা ১৬ টি ।

২৫। সাবমারসিবল ও সারফেস পাম্পের প্রধান কয়টি অংশ থাকে ও কি?
উত্তর: ২ টি অংশ থাকে। পাম্প সাইড ও মোটর সাইড।

২৬। ত্রি-ফেজ মোটরে কি ক্যাপাসিটর ব্যবহার করা হয়?
উত্তর: ত্রি-ফেজ মোটরে কোনো ক্যাপাসিটর ব্যবহার করা হয়না।

২৭। পাম্পের হেড বাড়লে কি হয় ?
উত্তর: পানির ডিসচার্জ কমে যায়।

২৮। পাম্পের ডেলিভারি ও সাকশন লাইনে বেশি বেন্ড ব্যবহার করলে কি ক্ষতি হয় ?
উত্তর: পাম্পের হেড লস হয় ও পানির প্রেসার কমে যায় এবং মোটর দ্রুত গরম হয়।

২৯। সারফেস ইরিগেশন পাম্পের সাকশন হেড কত থাকে?
উত্তর: ৭থেকে ৮ মিটার।

৩০। ১টি ৫.৫ হর্স পাম্পের জন্য ন্যূনতম কত KVA (কে,ভি,এ ) ট্রান্সফরমার প্রয়োজন ?
উত্তর: ৫ KVA( কিলো ভোল্ট এম্পিয়ার) ট্রান্সমিটার।

৩১। লো ভোল্টেজ হলে কিভাবে সমাধান করা যায়?
উত্তর: প্রধানত লো ভোল্টেজ হলে আর্থিং লাইন স্থাপন করতে হয়। এছাড়াও ক্যাবল কোয়ালিটি, নির্দিষ্ট দ্রুত বজায় রাখা, লুজ কানেকশন দূর করা, ক্যাবল জয়েন্ট এ মরিচ রোধ করা ইত্যাদি।

৩২। ২ হর্স পাওয়ার ইরিগেশন পাম্প কত নম্বর বিয়ারিং থাকে ?
উত্তর : ৬২০৪ ও ৬২০৫ জেট বিয়ারিং থাকে।

৩৩। ওভারলোড রিলের কাজ কি?
উত্তর: ওভার ভোল্টেজ, ওভার কারেন্ট থেকে মোটরের কোয়েল পুড়া রক্ষা করে।

৩৪। সিঙ্গেল ফেজ মোটরে কয় ধরণের কয়েল থাকে ও কি কি ?
উত্তর: ২ ধরণের কয়েল থাকে। ১। স্টাটিং কয়েল ২। রানিং কয়েল

আশাকরি আমরা, প্রতিনিয়ত ওয়াটার Water Pump Questions And Answers প্রদান করব। এখানে পাম্প সম্পর্কে অনেক ভালো ধারণা পাবেন। বর্তমানে ওয়াটার পাম্প এ জবের চাহিদা বৃদ্ধি পেয়েছে। তাই আপনারা অবশ্যই আমাদের প্রশ্ন ও উত্তরগুলো ভালোভাবে পড়বেন।