Thursday, December 19, 2024
HomeUncategorizedBest water Pump Characteristics

Best water Pump Characteristics

Characteristics of Best water Pump

কোন বৈশিষ্ট্য দেখে ওয়াটার পাম্প ক্রয় করতে হয়

আমরা মূলত পাম্প ক্রয় করার পূর্বে পাম্প সম্পর্কে জানার চেষ্টা করিনা। যার ফলে সঠিক পাম্প নির্বাচন করতে পারিনা। এই জন্য পাম্প অল্প দিনের মধ্যে নষ্ট হয়ে যায়। ওয়াটার পাম্প ক্রয়ের পূর্বে পাম্পের বৈশিষ্ট সম্পর্কে ভালোভাবে জানতে হবে। তাহলেই আমরা সঠিক পাম্পটি ক্রয় করতে পারবো। আপনাদের সুবিধাৰ্থে যে বৈশিষ্টগুলো দেখে পাম্প ক্রয় করলে, আপনি সঠিক পাম্পটি ক্রয় করতে পারবেন নিচে পাম্পের বৈশিষ্টগুলো দেয়া হলো।

ওয়াটার পাম্পের বৈশিষ্ট সমূহঃ

  • পাম্পটি কোন প্রযুক্তিতে তৈরী।
  • ISO ৯০০১: ২০০৮ সনদপ্রাপ্ত আছে কিনা।
  • কয়েল ১০০ % তামার তার দিয়ে তৈরী কিনা।
  • ইম্পেলার শতভাগ ব্রাসের মিশ্রনে তৈরী হতে হবে।
  • পাম্পের শ্যাফট সর্বোচ্চ মানের স্টেইনলেস স্টীল হতে হবে।
  • উন্নমানের বিয়ারিং থাকতে হবে। তবে জাপানি ব্র্যান্ডের C & U বিয়ারিং খুবই ভালো মানের হয় ।
  • মেকানিক্যাল সীল যদি গ্রাফাইট ও সিলিকনের সমন্বয়ে তৈরী হয়, তবে অনেক দীর্ঘস্থায়ী হবে ।
  • পাম্পের মধ্যে অবশ্যই সর্বোচ্চ মানের নির্ভরযোগ্য অটোথার্মাল প্রটেক্টর থাকতে হবে।
  • ক্যাপাসিটর অধিক তাপ সহনশীলক্ষমতা থাকতে হবে , তবে CBB60 ক্যাপাসিটর অধিক তাপ সহনশীলক্ষমতা সম্পন্ন হয়।
  • বিক্রোয়ত্তর সেবা কত দিনের তা ভালোভাবে পরিষ্কার হতে হয়ে।
  • সর্বোপরি পাম্পটি অবশ্যই ব্র্যান্ড কোম্পানির হতে হবে।
  • পাম্পের কোম্পানি সম্পর্কে ধারণা নিতে হবে।
  • সার্ভিস ইঞ্জিনিয়ার আছে কিনা তা জানতে হবে।
  • দ্রুত সার্ভিসের জন্য সার্ভিস সেন্টার আছে কিনা।
  • কত সময়ের মধ্যে পাম্পের সার্ভিস প্রদান করতে পারবে।
  • সাবমার্সিবল ও সারফেস পাম্পের পৰ্যাপ্ত স্পেয়ার পার্টস আছে কিনা তা জানতে হবে।
  • সাবমার্সিবল পাম্পের সর্বোচ্চ ও সর্বনিম্ন হেড কত তা জানতে হবে।
  • সাবমার্সিবল পাম্প কত মিটার হেডে কত লিটার পানি দেয় তা জানতে হবে।
  • ইলেকট্রিক লাইন সম্পর্কে জানতে হবে (সিঙ্গেল ফেজ না ত্রি ফেজ)

Note: একটি ভালো পাম্প নির্বাচন করার জন্য পাম্পের হেড সম্পর্কে খুব ভালো ধারণা থাকা জরুরি। প্রত্যেকটি পাম্পের প্যাকেটের গায়ে ও পাম্পের নাম প্লেটে সেই পাম্পের বিস্তারিত তথ্য দেয়া থাকে। আপনারা সম্বভ হলে পাম্পের প্রতিনিধির সাথে কথা বলে ভালোভাবে বুঝে পাম্প ক্রয় করাটা উত্তম হবে।

We have shared more information about the Characteristics of the Best water Pump in the post. If want to know the details of the pump then comment me.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments