Monday, January 20, 2025
HomeUncategorizedWhy Use Surface Jet Pump

Why Use Surface Jet Pump

Why Use Surface Jet Pump (কোথায় সারফেস জেট পাম্প ব্যবহার করবেন )

গ্রামের বাসাবাড়িতে মূলতঃ টিউবয়েল ব্যবহার করা হয়। বর্তমানে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং তার সাথে গ্রামীণ জনগোষ্ঠীর মান ও উন্নত হচ্ছে। তাই বাংলাদেশের বেশির ভাগ মানুষ সহজে পানি উত্তোলনের জন্য ওয়াটার পাম্প ব্যবহার করছেন। এছাড়াও শহরের বাসা বাড়িতে ওয়াসা থেকে পানি রিসার্ভ করার জন্য সারফেস জেট পাম্প ব্যবহার করছেন। টিউবয়েল বোরিং যত ফিট গভীর হোকনা কেন, যেখানে ওয়াটার লেভেল ৩০ ফুটের মধ্যে অর্থাৎ বোরিংয়ের ভিতর পানি ছাড়া ফাঁকা জায়গা যদি ৩০ ফুটের মধ্যে থাকে সেখানে সারফেস জেট পাম্প ব্যবহার করা যাবে।

বাংলাদেশে মোটামুটি ৩ হাজার থেকে ৯ হাজার টাকার মধ্যে ০.৫ হর্সপাওয়ার থেকে ১.৫ হর্সপাওয়ার সারফেস জেট কিনতে পাওয়া যায়। তবে আপনারা মূল্য আরো ভালোভাবে জেনে, ব্র্যান্ড কোম্পানির পাম্প ক্রয় করবেন। ভালো কোম্পানির পাম্প ক্রয় করলে, ভালো সার্ভিস পাবেন। পাম্পের কোনো সমস্যা হলে সার্ভিস ইঞ্জিনিয়ার আপনার বাসায় গিয়ে পাম্প সার্ভিস করে দিবে।

সারফেস জেট পাম্প ০.৫ HP থেকে ২ HP পাম্প মোটামুটি ২ তলা থেকে ৮ তলা উঁচুতে পানি তুলতে সক্ষম। তবে ওয়াটার লেভেল ৩০ ফুটের নিচে থাকতে হবে। যাদের রিসার্ভ ট্যাংক আছে তাদের জন্য সারফেস সেন্ট্রিফিউগাল পাম্প ব্যবহার করা উত্তম। কারণ সারফেস সেন্ট্রিফিউগাল পাম্পের সাকশন হেড একটু কম, কিন্তু ডেলিভারি হেড ক্ষমতা অনেক বেশি এবং পানির প্রেসার ও অনেক বেশি। আমাদের পোস্টি বেশি বড় হয়ে যাচ্ছে, তাই সব ধরণের পাম্প নিয়ে আলাদা আলাদা পোস্ট করব ইনশা-আল্লাহ। আমাদের সংগে থাকবেন, তাহলে পাম্প সম্পর্কে আরো অনেক কিছু জানতে পারবেন ইনশা-আল্লাহ।

একটি সারফেস পাম্প স্থাপন করতে যে সকল পার্টস লাগে তা নিচে দেয়া হলো

ধরুন,

  • ১HP পাম্প ১ টি।
  •  ১” চেক ভাল্ব ১ টি
  •  ১” সাকশন কলাম পাইপ ৩০ ফুট
  • ১.৫” ফিল্টার ২ টি
  •  ১.৫” প্লাষ্টিক পাইপ ৫ টি
  •  ইন ক্যাপ ১ টি
  •  ১” T সকেট
  •  ৩ ফুট শর্ট পাইপ
  •  এলবো ১” ১টি
  •  ১.৫” বোরিং ১০০ ফিট
  •  আঠা- ২ টি
  •  থ্রেড টেপ ২ টি
  •  ইউনিয়ন সকেট
  •  বালি ২ বস্তা।

একটি ওয়াটার পাম্প স্থাপন করতে কি রকম খরচ লাগে, তা অন্য একটি পোস্ট এ দেয়া আছে।

Dear viewers, our main topic on the post is “Why Use Surface Jet Pump”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments