Thursday, December 19, 2024
HomeUncategorizedSubmersible Pump Price

Submersible Pump Price

সাবমারসিবল পাম্পের ব্যবহার । সাবমারসিবল পাম্পের দাম ২০২২-২০২৩

আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে সাবমারসিবল পাম্পের দাম ও সাবমারসিবল পাম্পের ব্যবহার। সাবমারসিবল পাম্প ব্যবহার করা হয় মূলত মাটির গভীরে স্থাপন করে পানি উত্তোলন করা হয়। যে সকল অঞ্চলে ওয়াটার লেভেল ৩০ ফুটের নিচে থাকে, সেই সকল অঞ্চলে সারফেস পাম্প পানি উত্তোলন করতে পারে না। তাই সেখানে সাবমারসিবল পাম্প ব্যবহার করা হয়। বর্তমানে অনেকে শখ করেও এই পাম্প ব্যবহার করেন। সাবমারসিবল পাম্প কয়েটি ক্যাটাগরির হয় যেমন : বাসাবাড়িতে ব্যবহারের জন্য, সেচের জন্য, ইন্ডাস্ট্রিয়াল কাজের জন্য ইত্যাদি কাজের ক্ষেত্রে ব্যবহার করা হয়।

Submersible-Pump-Price
Submersible-Pump-Price

বাংলাদেশে যেহেতু অনেক কোম্পানি আছে তাই আমি একটি কোম্পানির পাম্পের দাম বলবো, অন্য কোম্পানির দাম প্রায় কাছাকাছি হবে।

বাসাবাড়িতে ব্যবহার করার জন্য সামারসিম্পের দাম:

১। মডেল: ACI-3Sm-0.33-2/8
ব্র্যান্ড: এসিআই
হর্স পাওয়ার : ০.৫ HP
ভোল্টেজ : ১৮০-২২০ ভোল্ট
বোরিংয়ের আকার: ৩”
পাম্প ডেলিভারি পাইপ : ১”
সর্বোচ্চ হেড : ৩৪ মিটার
সর্বোচ্চ পানি প্রবাহ: ৪৫ লিটার/মিনিট
মূল্য: ৮৫৩০ টাকা।

২. মডেল: ACI-3Sm-0.5-2/15
ব্র্যান্ড: এসিআই
হর্স পাওয়ার : ০.৫ HP
ভোল্টেজ : ১৮০-২২০ ভোল্ট
বোরিংয়ের আকার: ৩”
পাম্প ডেলিভারি পাইপ : ১”
সর্বোচ্চ হেড : ৬৩ মিটার
সর্বোচ্চ পানি প্রবাহ: ৪৫ লিটার/মিনিট
মূল্য: ৯৭৩০ টাকা।

৩. মডেল: ACI-3Sm-0.75-4/12
ব্র্যান্ড: এসিআই
হর্স পাওয়ার : ০.৭ HP
ভোল্টেজ : ১৮০-২২০ ভোল্ট
বোরিংয়ের আকার: ৩”
পাম্প ডেলিভারি পাইপ : ১.২৫”
সর্বোচ্চ হেড : ৪৯ মিটার
সর্বোচ্চ পানি প্রবাহ: ৯০ লিটার/মিনিট
মূল্য: ১০৫৬০ টাকা।

৪. মডেল: ACI-3Sm-1.0-4/16
ব্র্যান্ড: এসিআই
হর্স পাওয়ার : ১ HP
ভোল্টেজ : ১৮০-২২০ ভোল্ট
বোরিংয়ের আকার: ৩”
পাম্প ডেলিভারি পাইপ : ১.২৫”
সর্বোচ্চ হেড : ৬৬ মিটার
সর্বোচ্চ পানি প্রবাহ: ৯০ লিটার/মিনিট
মূল্য: ১১৮০০ টাকা।

৫। Model: ACI-3Sm-1.0-2/27
ব্র্যান্ড: এসিআই
হর্স পাওয়ার : ১ HP
ভোল্টেজ : ১৮০-২২০ ভোল্ট
বোরিংয়ের আকার: ৩”
পাম্প ডেলিভারি পাইপ : ১”
সর্বোচ্চ হেড : ১১৪ মিটার
সর্বোচ্চ পানি প্রবাহ: ৪৫ লিটার/মিনিট
মূল্য: ১২৭৬০ টাকা।

৬। মডেল: ACI-3Sm-1.0-2/38
ব্র্যান্ড: ACI
হর্স: ১.৫ HP
ভোল্টেজ : ১৮০-২২০ ভোল্ট
বোরিংয়ের রেঞ্জ: ৩”
পাম্প ডেলিভারি পাইপ : ১”
সর্বোচ্চ হেড : ১৬০ মিটার
সর্বোচ্চ পানি প্রবাহ: ৪৫ লিটার/মিনিট
মূল্য: ১৫৭৮৫ টাকা।

৭. মডেল: ACI-4Sm-0.5-6/5
ব্র্যান্ড: ACI
হর্স: ০.৫ HP
ভোল্টেজ : ১৮০-২২০ ভোল্ট
বোরিংয়ের রেঞ্জ: ৪”
পাম্প ডেলিভারি পাইপ : ১.২৫”
সর্বোচ্চ হেড : ৩৪ মিটার
সর্বোচ্চ পানি প্রবাহ: ১৪০ লিটার/মিনিট
মূল্য: ৯৭৮০ টাকা।

৮. মডেল: ACI-4Sm-0.7-8/5
ব্র্যান্ড: ACI
হর্স : ০.৭ HP
ভোল্টেজ : ১৮০-২২০ ভোল্ট
বোরিংয়ের রেঞ্জ: ৪”
পাম্প ডেলিভারি পাইপ : ১.২৫”
সর্বোচ্চ হেড : ৩১ মিটার
সর্বোচ্চ পানি প্রবাহ: ১৭৫ লিটার/মিনিট
মূল্য: ৯৭৮০ টাকা।

৯. মডেল: ACI-4Sm-1.0-10/5
ব্র্যান্ড: ACI
হর্স : ১ HP
ভোল্টেজ : ১৮০-২২০ ভোল্ট
বোরিংয়ের রেঞ্জ: ৪”
পাম্প ডেলিভারি পাইপ : ২”
সর্বোচ্চ হেড : ৩৩ মিটার
সর্বোচ্চ পানি প্রবাহ: ২৩০ লিটার/মিনিট
মূল্য: ১২৪০০ টাকা।

১০. মডেল: ACI-4Sm-1.5-10/7
ব্র্যান্ড: ACI
হর্স : ১.৫ HP
ভোল্টেজ : ১৮০-২২০ ভোল্ট
বোরিংয়ের রেঞ্জ: ৪”
পাম্প ডেলিভারি পাইপ : ২”
সর্বোচ্চ হেড : ৪৬ মিটার
সর্বোচ্চ পানি প্রবাহ: ২৩০ লিটার/মিনিট
মূল্য: ১৩৮৪০ টাকা।

১১. মডেল: ACI-4Sm-2.0-10/10
ব্র্যান্ড: ACI
হর্স : 2 HP
ভোল্টেজ : ১৮০-২২০ ভোল্ট
বোরিংয়ের রেঞ্জ: ৪”
পাম্প ডেলিভারি পাইপ : ২”
সর্বোচ্চ হেড : ৬৬ মিটার
সর্বোচ্চ পানি প্রবাহ: ৩০০ লিটার/মিনিট
মূল্য: ১৬৬১০ টাকা।

১২. মডেল: ACI-4Sm-2.0-16/6
ব্র্যান্ড: ACI
হর্স : ২ HP
ভোল্টেজ : ১৮০-২২০ ভোল্ট
বোরিংয়ের রেঞ্জ: ৪”
পাম্প ডেলিভারি পাইপ : ২”
সর্বোচ্চ হেড : ৩৫ মিটার
সর্বোচ্চ পানি প্রবাহ: ৩৫০ লিটার/মিনিট
মূল্য: ১৬৬৪০ টাকা।

১৩. মডেল: ACI-4Sm-3.0-6/21
ব্র্যান্ড: ACI
হর্স : ৩ HP
ভোল্টেজ : ১৮০-২২০ ভোল্ট
বোরিংয়ের রেঞ্জ: ৪”
পাম্প ডেলিভারি পাইপ : ১.৫”
সর্বোচ্চ হেড : ১৩৫ মিটার
সর্বোচ্চ পানি প্রবাহ: ১৪০ লিটার/মিনিট
মূল্য: ২০৭৭০ টাকা।

১৪. মডেল: ACI-4Sm-3.0-8/18
ব্র্যান্ড: ACI
হর্স : ৩ HP
ভোল্টেজ : ১৮০-২২০ ভোল্ট
বোরিংয়ের রেঞ্জ: ৪”
পাম্প ডেলিভারি পাইপ : ২”
সর্বোচ্চ হেড : ১০৪ মিটার
সর্বোচ্চ পানি প্রবাহ: ১৮০ লিটার/মিনিট
মূল্য: ২০০২০ টাকা।

১৫. মডেল: ACI-4Sm-3.0-12/12
ব্র্যান্ড: ACI
হর্স : ৩ HP
ভোল্টেজ : ১৮০-২২০ ভোল্ট
বোরিংয়ের রেঞ্জ: ৪”
পাম্প ডেলিভারি পাইপ : ২”
সর্বোচ্চ হেড : ৭১ মিটার
সর্বোচ্চ পানি প্রবাহ: ২৭০ লিটার/মিনিট
মূল্য: ২২৩৯০ টাকা।

১৬. মডেল: ACI-4Sm-3.0-3/30
ব্র্যান্ড: ACI
হর্স : ৩ HP
ভোল্টেজ : ১৮০-২২০ ভোল্ট
বোরিংয়ের রেঞ্জ: ৪”
পাম্প ডেলিভারি পাইপ : ১.২৫”
সর্বোচ্চ হেড : ২১০ মিটার
সর্বোচ্চ পানি প্রবাহ: ৮০ লিটার/মিনিট
মূল্য: ২৪৩২০ টাকা।

এই সাবমারসিবল পাম্পগুলি হাই হেডের ক্ষেত্রে ব্যবহার হয় ।

১৭. মডেল: ACI-4Sm-5.5-12/20
ব্র্যান্ড: ACI
হর্স : ৫.৫ HP
ভোল্টেজ : ৪৪০ ভোল্ট (ত্রি-ফেজ)
বোরিংয়ের রেঞ্জ: ৪”
পাম্প ডেলিভারি পাইপ : ২”
সর্বোচ্চ হেড : ১১৯ মিটার
সর্বোচ্চ পানি প্রবাহ: ২৭০ লিটার/মিনিট
মূল্য: ৩৩৫৭০ টাকা।

১৮.মডেল: ACI-4Sm-7.5-12/26
ব্র্যান্ড: ACI
হর্স : ৭.৫ HP
ভোল্টেজ : ৪৪০ ভোল্ট (ত্রি-ফেজ)
বোরিংয়ের রেঞ্জ: ৪”
পাম্প ডেলিভারি পাইপ : ২”
সর্বোচ্চ হেড : ১৫৪ মিটার
সর্বোচ্চ পানি প্রবাহ: ২৭০ লিটার/মিনিট
মূল্য: ৩৯৮১০ টাকা।

এই সাবমারসিবল পাম্পগুলি সেচের জন্য ব্যবহার হয় ।
১৯.মডেল: ACI-5Sm-3.0-30/3
ব্র্যান্ড: ACI
হর্স : ৩ HP
ভোল্টেজ : ১৮০-২২০ ভোল্ট
বোরিংয়ের রেঞ্জ: ৫”
পাম্প ডেলিভারি পাইপ : ৩”
সর্বোচ্চ হেড : ২৯ মিটার
সর্বোচ্চ পানি প্রবাহ: ৭০০ লিটার/মিনিট
মূল্য: ৩০৩১০ টাকা।

২০.মডেল: ACI-6Sm-3.0-25/2
ব্র্যান্ড: ACI
হর্স : ৩ HP
ভোল্টেজ : ১৮০-২২০ ভোল্ট
বোরিংয়ের রেঞ্জ: ৬”
পাম্প ডেলিভারি পাইপ : ৩”
সর্বোচ্চ হেড : ২৯ মিটার
সর্বোচ্চ পানি প্রবাহ: ৫৭৭ লিটার/মিনিট
মূল্য: ২৭৮২০ টাকা।

এই সাবমারসিবল পাম্পগুলি ইন্ডাস্ট্রিয়াল কাজের জন্য ও সেচের জন্য ব্যবহার হয় ।

submersible pump, submersible pump price 2022/2023,best submersible pump
Industrial & Irrigation Submersible Pump

২১. মডেল: CRI-S6M-48/02+control panel
ব্র্যান্ড: ACI
হর্স : ৪ HP
ভোল্টেজ : ১৮০-২২০ ভোল্ট
বোরিংয়ের রেঞ্জ: ৬”
পাম্প ডেলিভারি পাইপ : ৪”
সর্বোচ্চ হেড : ২৪ মিটার
সর্বোচ্চ পানি প্রবাহ: ১৩০০ লিটার/মিনিট
মূল্য: ৭৫৯০০ টাকা।

২২. মডেল: CRI-S6M-48/03+control panel
ব্র্যান্ড: ACI
হর্স : ৫.৫ HP
ভোল্টেজ : ১৮০-২২০ ভোল্ট
বোরিংয়ের রেঞ্জ: ৬”
পাম্প ডেলিভারি পাইপ : ৪”
সর্বোচ্চ হেড : ৩৮ মিটার
সর্বোচ্চ পানি প্রবাহ: ১৪৩৪ লিটার/মিনিট
মূল্য: ৮১৪৪০ টাকা।

২৩.মডেল: CRI-S7M-71/04+control panel
ব্র্যান্ড: ACI
হর্স : ৭.৫ HP
ভোল্টেজ : ১৮০-২২০ ভোল্ট
বোরিংয়ের রেঞ্জ: ৮”
পাম্প ডেলিভারি পাইপ : ৪”
সর্বোচ্চ হেড : ৪৮ মিটার
সর্বোচ্চ পানি প্রবাহ: ১৬৫০ লিটার/মিনিট
মূল্য: ১০৪৫০০ টাকা।

২৪. মডেল: CRI-WA6BM-60-10-4
ব্র্যান্ড: ACI
হর্স : ১০ HP
ভোল্টেজ : ৪৪০ ভোল্ট
বোরিংয়ের রেঞ্জ: ৮”
পাম্প ডেলিভারি পাইপ : ৪”
সর্বোচ্চ হেড : ৫৪ মিটার
সর্বোচ্চ পানি প্রবাহ: ১৩৮৪ লিটার/মিনিট
মূল্য: ১০১২০০ টাকা।

২৫. মডেল: CRI-WC6BM-60-20-08
ব্র্যান্ড: ACI
ঘোড়া: ২০ HP
ভোল্টেজ: ৪৪০ ভোল্ট
বোরিংয়ের রেঞ্জ: 8″
পাম্প ডেলিভারি পাইপ: ৩”
সর্বোচ্চ হেড : ১০৭ মিটার
সর্বোচ্চ পানি প্রবাহ: ১৩৮৪ লিটার/মিনিট
মূল্য: ১৩৪২০০ টাকা।

২৬. মডেল: CRI-S106BM-172-35/01+W8B-370D
ব্র্যান্ড: ACI
ঘোড়া: ৩০ HP
ভোল্টেজ: ৪৪০ ভোল্ট
বোরিংয়ের রেঞ্জ: ১০”
পাম্প ডেলিভারি পাইপ: ৬”
সর্বোচ্চ হেড : ৪৮ মিটার
সর্বোচ্চ পানি প্রবাহ:৪০০০ লিটার/মিনিট
মূল্য: ২৩৬৫০০ টাকা।

প্রিয় দর্শক উপরে উল্লেখিত সাবমারসিবল পাম্পের মডেলগুলো ছাড়াও আরো অনেক মডেল রয়েছে। মোটামুটি যে সকল মডেলগুলো বেশি চলে, সেই মডেলগুলোর দাম ও বিস্তারিত আলোচনা করেছি। আমাদের অন্য পোস্টে সারফেস জেট পাম্প ও ড্রেনেজ পাম্পের বিস্তারিত দেয়া আছে। ধন্যবাদ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments