Submersible Pump

সাবমারসিবল পাম্প পরিচিতি

Introduction to Submersible Pumps

সাবমারসিবল পাম্প (Submersible Pump) বৈদ্যুতিক শক্তির সাহায্যে চলে । এই পাম্প মাটির নিচে স্থাপন করা হয় এবং এটি মাটির গভীর থেকে পানি বা তরল উত্তোলন করে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করে। এই পাম্পটি গভীর কূপ, নদী , জলাশয় ইত্যাদি থেকে পানি উত্তোলন ও স্থানান্তর করতে পারে। এছাড়াও পাহাড়ী অঞ্চলে, কৃষি জমিতে সেচের জন্য, মানুষ ও পশু পাখির পানীয় হিসাবে এবং অন্যান্য কাজে এই পাম্প ব্যবহার করা হয়।বিশেষ করে শহর, কলকারখানা , রেলপথ, খনি এবং নির্মাণ সাইটগুলিতে পানি সরবরাহের জন্য এই পাম্প ব্যবহার হয়।

Introduce of Submersible pump
Submersible Pump

ব্যবহারবিধি:

  • সিঙ্গেল ফেজ মোটরের ক্ষেত্রে অবশ্যই ফেজ ভোল্টেজ ১৮০ V থেকে ২২০ V এর মধ্যে থাকতে হবে।
  • থ্রি ফেজ মোটরের ক্ষেত্রে ৩৮০ V থেকে ৪১৫ V এর মধ্যে থাকতে হবে।
  • পানির তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি হওয়া যাবে না।
  • উত্তোলিত পানির PH এর মান ৬.৫ -৮.৫ এর মধ্যে থাকা বাঞ্চনীয়।

    পাম্প স্থাপন করার পূর্বে যে সকল বিষয় জানা প্রয়োজন :

    ১। একটি সাবমারসিবল পাম্প কেনার এবং স্থাপন করার পূর্বে অবশ্যই পাম্পের ব্যাস (Dia) সম্পর্কে জানতে হবে। এরপর নির্দিষ্ট পাম্পের জন্য বোরিং করার পর, বোরিং ভালোভাবে পরিষ্কার করতে হবে। সবথেকে ভালো পদ্দ্বতি হচ্ছে পুরাতন পাম্প দিয়ে বোরিং পরিষ্কার করা। এরপর বোরিং এ পানি থাকা অবস্থায় পাম্প ব্যবহার করতে হবে। বোরিংয়ের পানিতে অধিক পরিমান ময়লা ও বালি থাকলে বুঝতে হবে যে, বোরিং সঠিক ভাবে হয়নি।

    ২। সাবমারসিবল পাম্প স্থাপন করার পূর্বে ভালোভাবে যাচাই করে দেখতে হবে যে, পাম্পের কোনো অংশ ভাঙ্গা আছে কিনা। অনেক সময় পরিবহনের কারণে পাম্পের বিভিন্ন অংশ ভেঙ্গে যেতে পারে। উদাহরণস্বরূপ পাম্পের তার, প্লাগ, বিভিন্ন অংশের জয়েন্ট এবং কোনো অংশ ছিদ্র আছে কিনা তা ভালোভাবে দেখতে হবে। যদি কোনো ধরণের সমস্যা থাকে, তাহলে কোম্পানির সার্ভিস ইঞ্জিনিয়ারদের সাথে যোগাযোগ করতে হবে। সার্ভিস ইঞ্জিনিয়ার আপনার পাম্প সার্ভিসের ব্যবস্থা গ্রহণ করবেন।

    ৩।সাবমারসিবল পাম্প স্থাপন করার সময় ডেলিভারি পাইপ ভালোভাবে সংযুক্ত করতে হবে, যাতে পাইপের কোনো ছিদ্র (লিকেজ )না থাকে। পাম্পটি সাপ্লাই লাইনের সাথে সংযুক্ত করার স্থানে ওভার কারেন্ট প্রতিরোধক ডিভাইস/ সার্কিট ব্রেকার ব্যবহার করতে হবে। সাপ্লাই লাইনে ভালো আর্থিং লাইন থাকতে হবে এবং মোটরের আর্থিং তারের সাথে সংযুক্ত করতে হবে।

    ৪। সাবমারসিবল পাম্প স্থাপন করার পূর্বে পাম্পের ক্যাবল বিট ও ফিল্টার ছাকনী খুলে দেখতে হবে পাম্প ও মোটরের কাপলিং , নাট বোল্ট ঠিক আছে কিনা। এরপর মোটরের রোটর ও শ্যাফট হাত দিয়ে ঘুরিয়ে দেখতে হবে যে পাম্পটি জ্যাম মুক্ত আছে কিনা। জ্যাম মুক্ত থাকলে পুনরায় ক্যাবল বিট ও ফিল্টার ছাকনী সংযুক্ত করতে হবে।

    ৫। সাবমারসিবল পাম্প বৈদ্যুতিক সংযোগ দেয়ার পূর্বে অবশ্যই তারের ডায়াগ্রাম অনুযায়ী ও তারের সঠিক রঙের সাথে মিল রেখে বৈদ্যুতিক সংযোগ দিতে হবে। ভুলভাবে সংযোগ করলে পাম্প অস্বাভাবিকভাবে চলবে , এমনকি পাম্পের ক্ষতিও হতে পারে।

    ৬। সাবমারসিবল পাম্পটি স্থাপন করার পূর্বে বৈদ্যুতিক সংযোগ দিয়ে পাম্পটি অন করে দেখতে হবে যে পাম্পটি ঘুরছে কিনা। কিন্তু ৩ সেকেন্ডের বেশি শুঁকনো অবস্থায় চালানো যাবে না।

    ৭। একটি সাবমারসিবল পাম্প কিন্তু দূর থেকে বৈদ্যুতিক সংযোগ দেয়া যেতে পারে , এজন্য অবশ্যই ভালো মানের মোটা তার ব্যবহার করতে হবে। পাতলা তার ব্যবহার করলে সঠিক মানের ভোল্টেজ পাওয়া যাবেনা, যার ফলে মোটর অস্বাভাবিকভাবে চলতে পারে এবং মোটরের ক্ষতিও হতে পারে।