Submersible Pump Control Box
৫.৫ হর্স পাওয়ার সাবমারসিবল পাম্প কন্ট্রোল বক্সের পরিচিতি।
ছোট সাবমারসিবল পাম্প কন্ট্রোল বক্স : ছোট সাবমারসিবল পাম্প কন্ট্রোল বক্স তৈরির জন্য প্রয়োজন ১ টি বক্স, অন অফ সুইচ, ওভার লোড, কানেক্টর, রানিং ক্যাপাসিটর।
কিভাবে কানেকশন করবেন : ক্যাপাসিটরের ২ টি প্রান্ত থাকে। পাম্পের ৪ টি তার থাকে- ১টি স্ট্র্যাটিং ট্যার্টিং তার, একটি রানিং তার, একটি কমন তার ও একটি আর্থিং তার থাকে। প্রথমে ক্যাপাসিটরের এক প্রান্ত মোটরের স্টার্টিং তারের সাথে সংযোগ দিবেন। এরপর ক্যাপাসিটরের আর এক প্রান্ত মোটরের রানিং তার ও কারেন্টের ফেজ তারের সাথে সংযোগ দিতে হবে। কারেন্টের নিউট্রাল তার মোটরের কমন তারের সাথে সংযোগ করতে হবে। এটাই হচ্ছে কন্ট্রোল বক্সের মূল কানেকশন।
বেশির ভাগ ক্ষেত্রে লাল তার স্টার্টিং হয়, নীল তার রানিং তার হয়, কালো তার কমন তার হয় এবং হলুদ তার আর্থিং তার হয়। তবে অবশ্যই ক্ল্যাম্প মিটার দিয়ে চেক করে নিবেন।
Submersible pump control box: একটি ৫.৫ হর্স পাওয়ার সাবমারসিবল পাম্প কন্ট্রোল বক্স তৈরী করতে যে সকল পার্টস লাগে, তার লিস্ট নিচে দেখুন।
১। ভোল্ট মিটার, ২। এম্পিয়ার মিটার, ৩। অন পুশ সুইচ, ৪। অফ পুশ সুইচ, ৫। পাম্প অন ইন্ডিকেটর,
৬। পাম্প ট্রিপ ইন্ডিকেটর, ৭। ওভারলোড প্রটেক্টর রিসেট বাটন, ৮। ম্যাগনেটিক কন্ট্রাক্টর, ৯। ওভারলোড রিলে, ১০। সার্কিট ব্রেকার (MCB), ১১। ৬ টি লাইন ক্যাবল কানেকশন, ১২। স্টার্টিং ক্যাপাসিটর,
১৩। রানিং ক্যাপাসিটর
১। ভোল্ট মিটার: ভোল্ট পরিমাপ করার মিটার কে ভোল্ট মিটার বলে । এই ভোল্ট মিটার ২ টি পরিবাহীর বিভব পার্থক্য সরাসরি ভোল্ট এককে পরিমাপ করা যায়।
২। এম্পিয়ার মিটার: কারেন্ট পরিমাপের যন্ত্রের নাম আম্পিয়ার মিটার।
৩ & 4। অন পুশ সুইচ: মোটর অন ও অফ করার জন্য যে সুইচ ব্যবহার করা হয় তাকে অন পুশ সুইচ বলে।
৫। পাম্প অন ইন্ডিকেটর: পাম্প অন আছে কিনা এই জন্য একটি ছোট LED অথবা ছোট লাল লাইট ব্যবহার করা হয়, এটাই পাম্প অন ইন্ডিকেটর।
এই কন্ট্রোল বক্সটি শুধু মাত্র সিঙ্গেল ফেজ ৫.৫ হর্সপাওয়ার সাবমারসিবল পাম্প ও সিঙ্গেল ফেজ ৫.৫ হর্স পাওয়ার ইলেকট্রিক মোটরেও ব্যবহার করা যাবে।
The page topic is Submersible Pump Control Box.