Three Phase Motor Connection
ত্রি ফেজ মোটর কি? Three Phase Motor Connection: এই মোটর ৩ ফেজ সাপ্লায়ের সাথে চলে, তাই একে ৩ ফেজ মোটর বলা হয়। ৩ ফেজ মোটর নিজে নিজে চালু হতে পারে। সিঙ্গেল ফেজের মতো কোনো ক্যাপাসিটর ব্যবহার করা হয়না। Three Phase Motor প্রত্যেকটি ফেজ ১২০ ডিগ্রি ইলেকট্রিকাল টাইম ডিগ্রি দুরুত্বে অবস্থান করে। ৩ ফেজ মোটর নিজেই স্টার্টিং টর্ক চালু করতে পারে।
যেহেতু এই মোটরটি ৩ ফেজ লাইন এ চলে, তাই Three Phase Motor কোনো নিউট্রাল তার ব্যবহার করা হয় না। মোটরের বডিতে যদি লিকেজ কারেন্ট থাকে, তাহলে বডি থেকে তার সংযোগ করে মাটিতে আর্থিং করে দিলে লিকেজ কারেন্ট দূর হয়ে যায়।
৩ ফেজ মোটরের কয়েল:
এই মোটরের প্রত্যেকটি ফেজ এ আলাদা আলাদা কয়েল ব্যবহার করা হয়। প্রত্যেকটি কয়েলের শুরু ও শেষ প্রান্তে আলাদা সংকেত ব্যবহার করা হয়। যেমন : u1, v1, w1 and u2, v2, w2
৩ ফেজ মোটরের যে কোনো একটি কয়েলের শুরু প্রান্তে যদি U1 হয়ে থাকে, তাহলে শেষ প্রান্তে U2 হবে। একই ভাবে আর একটি কয়েলের শুরু প্রান্তে যদি V1 হয়ে থাকে, তাহলে শেষ প্রান্তে V2 হবে। এবং আর একটি কয়েলের শুরু প্রান্তে যদি W1 হয়ে থাকে, তাহলে শেষ প্রান্তে W2 হবে।
এই কয়েলগুলো মোটরের ভিতরে থাকে। এই কয়েলগুলো কানেক্টরের সাথে কিভাবে সংযোগ করা হয় তা নিচে দেখুন।
চিত্রটি দেখুন ডানদিকে কনেক্টরের ৬ টি পয়েন্ট এবং বামদিকে ত্রি ফেজ মোটরের কয়েলের ২ টি করে মোট ৬ টি প্রান্ত আছে, যা উপরের ৩ টি কয়েলকে U1, V1, W1 এবং নিচের ৩ টি কয়েল U2, V2, W2 দ্বারা প্রকাশ করা হয়েছে। কয়েল নিচ থেকে U2, V2, W2 কানেক্টরের নিচের ৩ টি পয়েন্টে সংযোগ করে দিতে হবে। এবার কয়েলের উপরের U1 অবশ্যই U2 এর সোজাসুজি না রেখে জায়গা পরিবর্তন করে কনেক্টরের মাঝের পয়েন্টে সংযোগ করতে হবে। এবার V1 তার পাশের কানেক্টরের পয়েন্টে সংযোগ করতে হবে। এবার কানেক্টরের যে পয়েন্ট ফাঁকা থাকবে সেখানে W1 সংযোগ করতে হবে। এবার আমরা দেখি স্টার কানেকশন,
ষ্টার কানেকশন: কনেক্টরের ৬ পয়েন্টের মধ্যে উপরের অথবা নিচের পাশাপাশি শর্ট করে দিবো এবং নিচের ৩ টি পয়েন্টে ত্রি-ফেজ লাইন R, Y এবং B অথবা L1, L2, L3 লাইন সংযোগ করতে হবে। লাইন সংযোগ করতে হবে। তাহলে মোটরটি ষ্টার এ চলবে। আবার আমরা ডেল্টা কানেক্শন দেখব।
ডেল্টা কনেকশন: ডেল্টা কনেকশন: ডেল্টা কানেক্শনের জন্য কানেক্টরের উপরের পয়েন্টের সাথে নিচের পয়েন্টে শর্ট করে দিতে হবে এবং ত্রি-ফেজ লাইন কানেক্টরের উপরে অথবা নিচের ৩ টি পয়েন্টে সংযোগ করলেই ডেল্টা কানেক্শন হয়ে যাবে।
বিশেষ দ্রষ্টব্য : স্টার এবং ডেল্টা কানেকশন এ মোটর উল্টা দিকে গুরলে, পাশাপাশি দুইটা ফেজ পরিবর্তন করলে মোটর সঠিক ভাবে গুরবে।
ষ্টার ডেল্টা কানেক্শন:
মোটরকে মূলত আলাদাভাবে কানেক্শন করা হয়না। মোটরকে ষ্টার অথবা ডেল্টায় কানেক্শন করা হয়। তবে অধিক ক্ষমতা বা ৫ কিলো-ওয়াটের মোটরকে প্রথমে স্টারে এবং পরে ডেল্টায় চালানো হয়। এজন্য মোটরে ষ্টার-ডেল্টা কন্ট্রোল বক্স ব্যবহার করা হয়। মোটররের ষ্টার ডেল্টা কনেকশনটি স্ট্যাটারের মাদ্ধমে হয়ে থাকে। মোটররের ষ্টার ডেল্টা কনেকশনটি স্ট্যাটারের মাদ্ধমে হয়ে থাকে। মোটরের কানেক্টর বক্সের মধ্যে উপরের ৩টি পয়েন্টে ৩টি ফেজ এবং নিচের ৩টি পয়েন্টে ৩টি ফেজ সংযোগ করতে হয়।