Water Pump

পাম্প কাকে বলে ও কত প্রকার ও কি কি

পাম্প একটি মেশিন, যা বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে এবং বাতাসের চাপের মাধ্যমে তরল এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করে।

পাম্প প্রধানত ২ প্রকার
১। ডাইনামিক পাম্প।
২। পজিটিভ ডিসপ্লেসমেন্ট পাম্প।

১। ডাইনামিক পাম্প আবার ৫ প্রকার।

  • সেন্ট্রিফিউগাল পাম্প
  • ভার্টিক্যাল সেন্ট্রিফিউগাল পাম্প
  • হরিজোনটাল সেন্ট্রিফিউগাল পাম্প
  • সাবমারসিবল পাম্প
  • ফায়ার হাইড্র্যান্ট

২। পজিটিভ ডিসপ্লেসমেন্ট পাম্প।

  • ডায়াফ্রাম পাম্প
  • গিয়ার পাম্প
  • পেরিস্টালটিক পাম্প
  • লুব পাম্প
  • পিস্টন পাম্প

সচরাচর যে পাম্পগুলি বেশি ব্যবহৃত হয়, সেই পাম্প গুলো নিয়ে আলোচনা করব ।
রেসিপ্রোকেটিং পাম্প কাকে বলে?
যে পাম্পের চলমান অংশটি অগ্র-পশ্চাৎ গতিতে চলে,অর্থাৎ আগে-পিছে চলে, তাকে রেসিপ্রোকেটিং পাম্প বলে।

সেন্ট্রিফিউগাল পাম্প কাকে বলে ?
সেন্ট্রিফিউগাল ফোর্সের প্রভাবে যে পাম্প তরল পদার্থ ডেলিভারি পথ দিয়ে প্রবাহিত হয় , তাকে সেন্ট্রিফিউগাল পাম্প বলে।

সেন্ট্রিফিউগাল পাম্পের প্রাইমিং কী ও প্রাইমিং এর প্রকারভেদ
সেন্ট্রিফিউগাল পাম্পের পাম্প কেসিং এর ভিতর এবং সাকশন বায়ুশূন্য করার পদ্ধতিকে সেন্ট্রিফিউগাল পাম্পের প্রাইমিং বলে। সাকশন লাইন পৃমিং এর জন্য সাকশন লাইন এ চেক ভালভ ব্যবহার করতে হবে এবং পাম্প বডিতে থাকা প্রাইমিং নাট খুলে পাম্প বডির ভিতর পানি ভরাট করে বায়ুশূন্য করা যায়। এছাড়াও আরো বিভিন্ন ভাবে সেন্ট্রিফিউগাল পাম্পের প্রাইমিং করা যায়।

প্রাইমিং কে তিন ভাগে ভাগ করা যায়– ১। ম্যানুয়াল প্রাইমিং ২। ভ্যাকুয়াম প্রাইমিং ৩। স্বয়ংক্রিয় প্রাইমিং

সেন্ট্রিফিউগাল পাম্পের প্রাইমিং এর একটি সহজ পদ্ধতি : সাকশন লাইন এ চেক ভালভ ব্যবহার করতে হবে এবং পাম্প বডিতে থাকা প্রাইমিং নাট খুলে পানি ভরাট করে বায়ুশূন্য করা যায়। এছাড়াও আরো অনেক ভাবে সেন্ট্রিফিউগাল পাম্পের প্রাইমিং করা যায়।