Air Pump

What is Air Pump?

আমরা এখানে এয়ার পাম্প সম্পর্কে আলোচনা করেছি। এয়ার পাম্প কি এবং এয়ার পাম্প কোথায় ব্যবহার করতে হয়। এয়ার পাম্প মাছের জন্য কতটা উপকারী তা এই পোস্টের মাদ্ধমে জানানোর চেষ্টা করেছি।

What is Air pump and where it use.
What is Air pump

 

এয়ার পাম্প কি?

উত্তরঃ এয়ার পাম্প এমন একটি যন্ত্র যাহা ইলেকট্রিকাল শক্তিকে গতি শক্তিতে রুপন্তরিত করে বাতাস তৈরি ও সরবরাহ করে।

এয়ার পাম্প এর কাজ কি?

সংক্ষিপ্ত উত্তরঃ

১) পানিতে অক্সিজেনের পরিমান বাড়ায় ।

২) পুকুরে কিংবা মাছের হ্যাচারিতে তৈরি হওয়া বিষাক্ত গ্যাস দূর করার জন্য ।

৪) পুকুর কিংবা মাছের হ্যাচারির ভিতরে উপকারী ব্যাকটেরিয়া গুলি বাঁচিয়ে রাখার জন্য ।

বিস্তারিত:

উত্তরঃ এয়ার পাম্প মূলত মাছ চাষের জন্য বেশি ব্যাবহারিত হয়।  স্বাভাবিক নিয়মে পানির মধ্যে কিছু পরিমান অক্সিজেন থাকে , তবে পানির উপর ঢাকা বা চাপা দেওয়া থাকলে সেই পানিতে অক্সিজেনের পরিমান কম থাকে। পানির উপরে যত বাতাস লাগবে ,সেই পানিতে অক্সিজেনের পরিমান তত বাড়বে । পানিতে যখন মাছ ছাড়া হয়  তখন মাছ পানির মধ্যে থাকা অক্সিজেন নিয়ে বেঁচে থাকে। মাছের হ্যাচারিতে অধিক পরিমান মাছ চাষ করা হয়, এ জন্য পানি থেকে অক্সিজেনের  পরিমান কমতে থাকে। সেই কারনে বাইয়োফ্লক বা হ্যাচারিতে মাছ চাষ করার জন্য এয়ার পাম্পের প্রয়োজন হয় , এই এয়ার পাম্পের সাহায্যে অনবরত বাতাস সরবরাহ করে পানিতে অক্সিজের পরিমান ঠিক রাখা যায়।

এয়ার পাম্প এর মাধ্যমে পানিতে মূলত কিভাবে অক্সিজেন দেওয়া হয় :

এয়ার পাম্প বাতাসের প্রেসার তৈরি করে, এরপর একটি সরু পাইপের মাধ্যমে পানির নিচে চলে যায়। এবং বাতাসে বুদবুদ সৃষ্টি করে ও পানিতে ঢেউয়ের তৈরি হয়, এই ঢেউ থেকে অক্সিজেন পানির মধ্যে মিশতে থাকে। পানিতে ঢেউ এর পরিমান যত বেশী হবে, বাইয়োফ্লক ফার্ম কিংবা পুকুরে অক্সিজেনের পরিমান পরিমান তত বেশি হবে। এই জন্য অধিক মাছ চাষ করলেও মাছের ক্ষতি হবেনা দ্রুত মাছের বৃদ্ধি সাধন হবে।

৩. পানির ট্যাংক কিভাবে ফিল্টারেশন করা হয়? পানির ট্যাংক এরিয়েশন এবং ফিল্টারেশন এর  কাজ কি?

উত্তর : কোনো মাছের হ্যাচারি, পানির ট্যাংক কিংবা বায়োফ্লক ফার্মের হ্যাচারির পানির সার্কুলেশন বন্ধ থাকলে পানিতে ময়লার স্তর পরে যায় ও পানিতে বিষাক্ত গ্যাসের সৃষ্টি হয়, যার ফলে পানি দূষিত হয় এবং পানিতে অক্সিজেন কমে যায়। এতে মাছের রোগ বালাই বেশি হয় ও মাছের দ্রুত বৃদ্ধি হ্ৰাস পায়। তাই, এয়ার পাম্পের বাতাসের সাহায্যে পানিতে ঢেউ ও বুদ্বুদ্ সৃষ্টির মাদ্ধমে পানি পরিষ্কার ও পানি থেকে বিষাক্ত গ্যাস দূর করা যায় ও পানিতে অক্সিজেনের পরিমান বৃদ্ধি পায়। এ ভাবেই পানির ট্যাংক কিংবা মাছের হ্যাচারি ও বায়োফ্লক ফার্মের হ্যাচারি ফিল্টারেশন করা হয়। পানি ফিল্টারেশন করলে মাছের রোগ বালাই কম হয়, মাছের দ্রুত বৃদ্ধি হয় এবং অল্প স্থানে বেশি মাছ চাষ করা যায়।