Water Pump Use

Use of Water Pump

Water pump using process
Water pump using process

পানির পাম্প ব্যবহারের নিয়ম, সতর্কতা, এবং রক্ষণাবেক্ষণ:

প্রত্যেকটি মানুষের ওয়াটার পাম্প ক্রয়ের পূর্বে পাম্প সম্পর্কে বেসিক ধারণা থাকা অনেক জরুরি। কারণ আপনি একটি পাম্প ক্রয় করেন কিছু দিনের জন্য নয়। আপনি আশা করেন যে, আপনার পাম্পটি দীর্ঘদিন ধরে ভালো থাকুক। এ জন্যই আপনাকে ওয়াটার পাম্প সম্পর্কে জানতে হবে। একটি পাম্প ক্রয় করে প্রথম স্থাপন করার পর কিভাবে ব্যবহার করতে হয়। পাম্প অন করার পূর্বে কি করতে হয় , তা জানতে হবে।

এছাড়াও পাম্প ব্যবহার করার সতর্কতা, পাম্প নষ্ট হওয়ার কারণগুলো জানা এবং পাম্পের রক্ষণাবেক্ষণের উপায় জানতে হবে। আপনি যদি পাম্প সম্পর্কে এ সব বিষয় জানতে পারেন, তাহলে আপনার পাম্প সহজে নষ্ট হবে না এবং দীর্ঘদিন চলবে। নিচে আমরা পাম্পের ব্যবহার বিধি, সতর্কতা ও রক্ষণাবেক্ষণ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি।

১। পাম্প বায়ুশূন্যকরন:পাম্পের সুইচ অন করার পূর্বে পাম্পের ভিতর পরিষ্কার পানি দিয়ে পাম্পটি বায়ূশুন্য করে নিতে হবে। এরপর পাম্পের প্রাইমিং বোল্ট গুলো ভালো ভাবে টাইট দিতে হবে। যদি পাম্প দীর্ঘ দিন ব্যবহার করা না হয়, তাহলে পুনরায় পাম্পটি বায়ুশূন্য করতে হবে। (শুধু সারফেস পাম্প এর ক্ষেত্রে)

২। সতর্কতা: পাম্প কখনো শুকনো অবস্থায় চালানো যাবেনা। যদি ভুল বশতঃ পাম্প শুকনো  অবস্থায় চলে , তাহলে যত তাড়াতাড়ি সম্ভব পাম্পের সুইচ বন্ধ করতে হবে। পাম্পটি ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষন অপেক্ষা করতে হবে এবং পুনরায় পরিষ্কার পানি দিয়ে পাম্পটি বায়ুশূন্য করতে হবে। পাম্পের কোনো ধরণের কাজ করার পূর্বে প্রথমে প্রধান বৈদ্যুতিক সংযোগ বন্ধ করতে হবে।

পাম্প নষ্ট হওয়ার প্রধান কারণসমূহ:
  • ভুল বিদ্যুৎ সংযোগ ।
  • ভোল্টেজ সঠিক না থাকা।
  • ভালো মানের ক্যাবল ব্যবহার না করা।
  • সঠিক আর্থিং না থাকা।
  • উপযুক্ত রক্ষণাবেক্ষণের অভাব।
  • ক্রটিপূর্ণ স্থাপনা।
  • অযথার্থ ব্যবহার।

পাম্প রক্ষণাবেক্ষণের উপায়:

  • সঠিক ও উন্নত মানের তার দিয়ে বিদ্যুৎ সংযোগ করা।
  • পাম্পের মোটর অংশে যাতে কোনভাবে পানি প্রবেশ না করে তার ব্যবস্থা করা।
  • অনেকদিন অব্যবহৃত পাম্প চালানোর সময় এর শ্যাফট ঘুরিয়ে চালু করা।
  • পাম্প যথাযথ শুকনো, পরিচ্ছন্ন এবং আলো বাতাস পূর্ণ স্থানে স্থাপন করা।
  • ওয়াটার পাম্প এর কন্ট্রোল বক্সে কানেকশন তার সঠিক এবং শক্তভাবে লাগানো ।সকল কানেকশন
  • টার্মিনালের তারগুলো হোল্ডারের স্ক্রু এর সাথে শক্তভাবে লাগানো থাকতে হবে যাতে লুজ কানেকশন দ্বারা স্পার্ক সৃষ্টি না হয়।
  • সঠিক পাম্প নির্বাচন করা।
  • সাবমারসিবল পাম্পের ক্ষেত্রে বোরিংয়ের পানি, বালু ও অন্য পার্টিকেল মুক্ত রাখা।