Water Pump Problems And Solution

Water Pump Problems And Solution

As you all know that water pump is an electric product. It is normal that the water pump will have problems. We have discussed some water pump problems and solutions here

Water Pump Problems And Solutions
Water Pump Problems And Solutions

সমস্যা১। মোটর ঘুরে না বা চলে না

সম্ভাব্য কারণ প্রতিকারের উপায়
ক্রটিপূর্ণ বিদ্যুৎ সরবরাহ ও মোটর পর্যন্ত বিদ্যুৎ না পৌঁছানো মোটরে পদ্ধতিগত ভাবে সঠিক মানের বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করা
কুলিং ফ্যান/ ইম্পেলার/ রোটর শ্যাফট/ বিয়ারিং জ্যাম হয়ে যাওয়া জ্যাম সারিয়ে ঘূর্ণায়মান অংশসমূহকে ফ্রি করা
সিঙ্গেল ফেজ মোটরের ক্ষেত্রে ক্যাপাসিটর নষ্ট থাকা ক্যাপাসিটর পরিবর্তন করে দেয়া
তিন ফেজ মোটরের ক্ষেত্রে এক বা একাধিক ফেজে বিদ্যুৎ না থাকা বা ফেজ ক্রম ঠিক না থাকা তিন ফেজে সঠিক মানের বিদ্যুৎ সরবরাহ ও সঠিক ফেজ ক্রম নিশ্চিত করা
সঠিক মানের তার ব্যবহার না করা সঠিক মানের তার ব্যবহার করা
যে কোনো পয়েন্টে লুজ কানেকশন থাকলে জোড়া বা কানেকশনের দৃঢ়তা পরীক্ষা করা
মোটরের কয়েলের ইন্সুলেশন দুর্বল হয়ে যাওয়া কয়েলে বার্নিশ মাখিয়ে হিট দিয়ে শুকিয়ে নেয়া

 

সমস্যামোটর ঘুরে কিন্তু পানি উঠে না

সম্ভাব্য কারণ প্রতিকারের উপায়
সাকশন লাইনের ভিতরে হাওয়া থাকলে সাকশন লাইন সঠিক ভাবে প্রাইমিং করা
সাকশন লাইনে যেকোনো ধরনের লিকেজ থাকলে সাকশন লাইনের প্রতিটি জোড়া টেফলন টেপ দিয়ে সূক্ষ্ম ভাবে পেঁচিয়ে নিতে হবে
ফুট ভাল্ব লিকেজ থাকার কারণে সাকশন লাইনে পানি না থাকলে ফুট ভাল্ব মেরামত করে, পরিষ্কার করে কার্যোপযোগী করে নিতে হবে অথবা ক্রটিপূর্ণ ফুট ভাল্ব পরিবর্তন করতে হবে
স্ট্রেইনারযুক্ত ফুট ভাল্বের নেটে ময়লা জমা হওয়া বা সঠিকভাবে কাজ না করা
ডেলিভারি লাইনে অতিরিক্ত বেন্ড ব্যবহারের কারণে হেড লস্ বেড়ে যাওয়া ডেলিভারি লাইনে বাঁক বা বেন্ডের সংখ্যা কমাতে হবে।
পাম্পের সাকশন পোর্টের তুলনায় পাইপের ব্যাস কম হলে পাইপের ব্যাস, সাকশন পোর্টের সমান বা বড় করতে হবে
পাম্পের হেড ক্যাপাসিটি, সিস্টেম হেডের চেয়ে কম হলে ক্রয়ের পূর্বে এ সম্পর্কে ভালোভাবে বুঝিয়ে নিতে হবে , (প্রয়োজনে ACI বিক্রয় কর্মীর সহায়তা নিতে হবে)

পাম্পের ইম্পেলার/ ওয়াটার সীল ক্রটিপূর্ণ হলে

ক্রটিপূর্ণ যন্ত্রাংশ মেরামত বা পরিবর্তন করতে হবে

 

সমস্যা – ৩। পাম্পমোটরে অস্বাভাবিক শব্দ হওয়া

সম্ভাব্য কারণ প্রতিকারের উপায়
পাম্পের হেড ক্যাপাসিটি, সিস্টেম হেডের চেয়ে বেশি হলে ডেলিভারি লাইনে একটি গেট ভাল্ব লাগিয়ে ডান দিকে কয়েক প্যাচ ঘুরিয়ে পাম্পের উপর কিছুটা অতিরিক্ত চাপ সৃষ্টি করতে হবে
পাম্পের বিয়ারিং বা বিয়ারিং হাউজিং ক্রটিপূর্ণ হলে ক্রটিপূর্ণ বিয়ারিং পরিবর্তন বা ক্রটিপূর্ণ বিয়ারিং হাউজিং পাঞ্চ করিয়ে নিতে হবে
পাম্পের স্থির অংশের মোটর বডি, পাম্প বডি, ফ্যান কভার সাথে ঘূর্ণয়মান অংশের (রোটর, ইম্পেলার, ফ্যান) ঘর্ষণ হলে রোটর, ইম্পেলার, ফ্যান ইত্যাদির সঠিক অবস্থান নিশ্চিত করা
পাম্প ঝুলন্ত অবস্থায় বা শক্ত কোনো কিছুর উপর স্থাপন করলে পাম্পের নিচে নরম কিছু দিতে হবে, যেন কম্পনের ফলে শব্দ সৃষ্টি না হয়।

 

সমস্যা৪। পাম্পের মোটর গরম হয়ে যাওয়া

সম্ভাব্য কারণ প্রতিকারের উপায়
বৈদ্যুতিক ভোল্টেজ  খুব কম বা খুব বেশি হলে বৈদ্যুতিক ভোল্টেজ  এর মানকে সঠিক মাত্রায় আনতে হবে।
পাম্পের বিয়ারিং বা বিয়ারিং হাউজিং ক্রটিপূর্ণ  হলে ক্রটিপূর্ণ বিয়ারিং পরিবর্তন করা বা বিয়ারিং হাউজিং পাঞ্চ করিয়ে নেয়া
সঠিক মানের বৈদ্যুতিক তার ব্যবহার না করলে ভোল্টেজ কমে গিয়ে মোটর গরম হয়ে যায় সঠিক মানের বৈদ্যুতিক তার ব্যবহার করা
বিদ্যুৎ সরবরাহের স্থান থেকে পাম্প-মোটরকে অতিরিক্ত দূরত্বে স্থাপন করা হলে বিদ্যুৎ সরবরাহের স্থান থেকে পাম্প-মোটরকে  যথাসম্ভব কাছে রাখতে হবে, সম্ভব না হলে মোটা  সাইজের তার ব্যাবহার করতে হবে।
কুলিং ফ্যান ঠিকভাবে কাজ না করলে মোটর চালু অবস্থায় তাপ উৎপাদিত হবে এটাই স্বাভাবিক। এবং এই তাপ বের হওয়ার সঠিক ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
পাম্পের স্থাপনায় বায়ু চলাচলে বিঘ্ন ঘটলে
অতিরিক্ত রৌদ্র তাপে পাম্পকে পরিচালনা করলে

 

We have tried to highlight some water pump problems and their solutions. Thank you all