Sunday, November 17, 2024
HomeUncategorizedWater Pump Problem And Solution

Water Pump Problem And Solution

Water Pump Problem And Solution (পাম্পের সমস্যা ও সমাধান)

আমরা সকলে জানি যে,পানির পাম্প বা ইলেকট্রিক মোটর বিদ্যুতের সাহায্যে চলে। ওয়াটার পাম্পে মূলত অসাবধানতার কারণে, বৃষ্টি ও বন্যার পানিতে তলিয়ে যাওয়ার ফলে পাম্প নষ্ট হয়। যখন পাম্পে পানি থাকে এবং এই সময় বিদ্যুৎ সংযোগ দেয়ার সাথে সাথে কয়েলে শর্ট সার্কিট হয়ে কয়েলে পুড়ে যায়। ওয়াটার পাম্প বা ইলেকট্রিক মোটরের বড় অংশ হচ্ছে কয়েল, বিয়ারিং এবং ক্যাপাসিটর।

পাম্পে বা ইলেকট্রিক মোটরে পানি প্রবেশ করলে যে সকল সমস্যা হয় তা নিচে দেয়া হল:

সমস্যাসমূহ:
১। মোটরের কয়েলের তারের ইন্সুলেশন নষ্ট হয়ে যেতে পারে, যার ফলে কয়েল শর্ট হয়ে যেতে পারে। এই অবস্থায় মোটর চালু করলে মোটরের কয়েল পুড়ে যেতে পারে।
২। একই ভাবে বিয়ারিং এ পানি প্রবেশ করলে বিয়ারিং এর মান কমে যায় অথবা নষ্ট হয়ে যায়।
৩। ক্যাপাসিটর নষ্ট হয়ে যায় অথবা কায্যকারিতা কমে যায়, যার ফলে মোটর অতিরিক্ত গরম হয়ে যায় এবং পানির প্রেসার কমে যায়।
৪। পাম্পের আরপিএম কমে যায়। ফলে পাম্পে পানি কম উঠে।

পাম্প ও ইলেকট্রিক মোটরগুলোকে পুনরায় চালু বা সচল করার জন্য কিছু রক্ষণাবেক্ষণের প্রয়োজন।
১। প্রথমে water pump ও ইলেকট্রিক মোটর থেকে ইলেকট্রিক সংযোগ বিচ্ছিন্ন করতে হবে।
২। পাম্পটি বা ইলেকট্রিক মোটরটি পানি থেকে সরিয়ে ফেলতে হবে।
৩। শুকনা কাপড় দিয়ে পাম্পটি বা ইলেকট্রিক মোটরটি ভালোভাবে মুছে পরিষ্কার করতে হবে।
৪। লোকাল টেকনিশানদের মাদ্ধমে অথবা পাম্পের কোম্পানির প্রতিনিধির সাথে যোগাযোগ করে পাম্পটি খুলে রোদ্রের রেখে দিতে হবে, যেন পাম্পের মধ্যে পানি না থাকে।
৫। পাম্পটি বা ইলেকট্রিক মোটরটিতে বিদ্যুৎ সংযোগ দেয়ার পূর্বে পাম্পের সার্ভিস ইঞ্জিনিয়ারদের মাধ্যমে পাম্পটির কাযক্রম ঠিক আছে কিনা তা নিশ্চিত করতে হবে।

ওয়াটার পাম্পে পানি প্রবেশ করলে কি সমস্যা হয় এবং তার সহজ সমাধান কি, এই বিষয়ে আশাকরি ভালোভাবে বুঝতে পেরেছেন।

ওয়াটার পাম্পের যেকোনো পরামর্শ পেতে আমাদের সাথে যোগাযোগ করুন। ওয়েবসাইটের শেষে মেইল আইডি দেয়া আছে, মেইল করতে পারেন।

মোবাইল নম্বর ০১৭১৭-৫৪৪১০৭
মেইল : [email protected]

We are providing service of water pump in Bangladesh. We have more experience, how to find out water pump problem & resolve it.

Post topic: Water Pump Problem And Solution (পাম্পের সমস্যা ও সমাধান)

আমাদের অন্যান্য পোষ্টের মধ্যে পাম্প বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করা হয়েছে। পোস্টটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments